স্থাপনা ও স্বীকৃতি (Establishment and Recognition): যাত্রা শুরু: ১ জানুয়ারি ২০০২ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। একাডেমিক স্বীকৃতি: ১ জানুয়ারি ২০০৫ সালে। মাধ্যমিক স্বীকৃতি: ৩ নভেম্বর ২০১১ সালে। নামকরণ: বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ৩ ডিসেম্বর ২০০৩ তারিখে "মোমেনা আলী বিজ্ঞান স্কুল" নামে অনুমোদন প্রদান করে। ভবন: ২০০৪-২০০৬ সালে সরকারি ও ব্যক্তিগত অর্থায়নে ১৮ কক্ষ বিশিষ্ট ত্রিতল ভবন নির্মিত হয়। স্কুলের নাম পরিবর্তনের চেষ্টা ও বিলুপ্তি সংক্রান্ত তথ্য (Attempts to Rename and Abolish): নাম পরিবর্তন: ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি তানভীর ইমাম স্কুলের নাম পরিবর্তন করে তাঁর মায়ের নামে "ইসমত ইমাম বিজ্ঞান স্কুল" করার আবেদন করেন, যা শিক্ষা মন্ত্রণালয় অগ্রাহ্য করে। বিলুপ্তির পদক্ষেপ: নাম পরিবর্তনে ব্যর্থ হয়ে স্কুলটি বিলুপ্ত করার পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে স্কুলের ৩য় তলা ভবনটি বিজ্ঞান কলেজের নিকট ৫০ লক্ষ টাকায় বিক্রির চুক্তি করা হয় এবং কলেজের তহবিল থেকে ২ টি চেকের মাধ্যমে এই টাকা অবৈধ প্রধান শিক্ষক রকিবুল ইসলামকে প্রদান করা হয়। অর্থ আত্মসাৎ: পরবর্তীতে রকিবুল ইসলাম জানান যে, এমপি তানভীর ইমামের নির্দেশ মোতাবেক তিনি উক্ত টাকা ব্যাংক থেকে তুলে তাকে প্রদান করেছেন। ৫ আগষ্ট পরবর্তী (Post-August 5th): ৫ আগষ্ট ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর স্কুলটি বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে। প্রতিষ্ঠাতা এম. আকবর আলী এবং দাতা সদস্য মোমেনা আলী দীর্ঘ ১৬ বছর পর উল্লাপাড়ায় ফিরে এসে স্কুলটি পুনর্গঠনের চেষ্টা করছেন।
See EIIN CertificateInstitute EIIN Number :
128610Institute Name
Momena Ali Biggan SchoolTag
Address
Jhikira ,Ullaphara , SirajganjMobile No
01718540636Current Student
1504Institute Type
High SchoolClass
Six,Seven,Eight,Nine,TenClassroom
12