About Institute
স্কুল পরিচিতি যাত্রা শুরু ১ জানুয়ারি ২০০২ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত ১ জানুয়ারি ২০০৫। ৯ম শ্রেণী খোলার অনুমতি ১ জানুয়ারি ২০০৫ এবং মাধ্যমিক বিদ্যালয় হিসাবে একাডেমিক স্বীকৃতি লাভ ৩ নভেম্বর ২০১১। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ৩ ডিসেম্বর ২০০৩ তারিখে পত্র নং শিক্ষা ১১ শা-১১/(১৯)/৯৮/১২৯৫ মাধ্যমে "মোমেনা আলী বিজ্ঞান স্কুল" নামকরণে অনুমোদন। একাডেমিক স্বীকৃতি লাভের পর স্কুল প্রতিষ্ঠাতা সাবেক এমপি এম. আকবর আলী এবং তাঁর সহধর্মিণী দাতা লায়ন মোমেনা আলীর সার্বিক প্রচেষ্টায় সরকারি ও তাদের ব্যক্তিগত অর্থায়নে এবং তত্ত্বাবধানে ২০০৪-২০০৬ সালে নির্মিত হয় ১৮ কক্ষ বিশিষ্ট ত্রিতল স্কুল ভবন বিজ্ঞান কলেজের চত্তরের দক্ষিণে উল্লাপাড়া পৌর শহরের প্রাণ কেন্দ্রে সুন্দর ও মনোরম পরিবেশে। স্কুল প্রতিষ্ঠাতা, দাতা এবং শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় স্কুলটি অতি অল্প সময়ে সিরাজগঞ্জ জেলা তথা রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম মানসম্পন্ন শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর কাতারে মর্যাদা লাভ করেছে। স্কুলের নাম পরিবর্তনের চেষ্টা: ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দল মনোনীত প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জ-৪ আসন উল্লাপাড়া উপজেলার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন তানভীর ইমাম এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হয় তার মনোনীত ব্যক্তি। তার মনোনীত ব্যক্তি সভাপতি হয়েই প্রথমে মোমেনা আলী বিজ্ঞান স্কুল এর নাম পরিবর্তন করে বিনা ভোটের এমপির মায়ের নামে ইসমত ইমাম বিজ্ঞান স্কুল নামকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন। কিন্তু স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব আইন ও বিধি সম্মত না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব অগ্রাহ্য হয়। স্কুল বিলুপ্তি করণের পদক্ষেপ: নাম পরিবর্তনের প্রস্তাবে অকৃতকার্য হওয়ায় স্কুলটি বিলুপ্ত করার পদক্ষেপ নেন। পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ৩য় তলা ভবনটি বিজ্ঞান কলেজের নিকট ৫০ লক্ষ টাকায় বিক্রয় চুক্তি হয় এবং কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক কলেজ তহবিল হতে স্কুলকে ২ টি চেকের মাধ্যমে ৫০ লক্ষ টাকা স্কুলের অবৈধ প্রধান শিক্ষক রকিবুল ইসলামের নিকট প্রদান করা হয়। বিক্রয়কৃত টাকা আত্মসাৎ: পরবর্তীতে অবৈধ প্রধান শিক্ষক রকিবুল ইসলাম এমপি তানভীরের নির্দেশ মোতাবেক উল্লিখিত ভবন বিক্রয়কৃত টাকা ব্যাংক থেকে তুলে এমপি তানভীর ইমামকে দেন বলে স্কুল কর্তৃপক্ষকে তিনি জানান। ৫ আগস্ট পরবর্তী: ৫ আগস্ট, ২০২৪ সালে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পলায়নের পর উল্লাপাড়ার স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত পলাতক এমপিগণ পালিয়ে যাওয়ায় স্কুলটি বিলুপ্তির ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছে। ফ্যাসিস্ট শাসনের অবসানের পর স্কুলের প্রতিষ্ঠাতা এম. আকবর আলী এমপি (সাবেক), স্কুলের দাতা সদস্য মোমেনা আলী, দীর্ঘ ১৬ বছর পর উল্লাপাড়ায় ফিরে এসে স্কুলটি পুনর্গঠনে চেষ্টা করছেন। আমাদের ও উল্লাপাড়া বাসীর প্রত্যাশা ও আশা সকলের সহযোগিতা ও শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় উল্লাপাড়া শিক্ষানগরীর রূপকার স্কুল প্রতিষ্ঠাতা এম. আকবর আলী এমপি ও তার সহধর্মিনী মোমেনা আলী স্কুলটি দ্রুত পূর্বাবস্থায় ফিরে আনতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।